মলি কেন দরগাতলায় হত্যে দিয়ে মন।১৪৭
সকলের দরগার গোড়া চিনলি নে সেই মানুষরতন ॥
গয়া কাশী মদিনাতে যাই এই মানুষই দেখি সব ঠাঁই।
মানুষ বিনে কি কোথা পাই করে ভজন অর্চন ॥
যে মানুষ বানালো দরগা তারে তুমি চিনলে না বোকা ।
পেয়ে কোন শয়তানের দাগা ভাবছো বিচক্ষণ ॥
যে করে ভাই দরগা সৃষ্টি তাঁর চরণে করে দৃষ্টি ।
দুদ্দু বলে ফষ্টিনিষ্টি দেখিবে তখন ॥