গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:মনের দোষে মন হলি সাধনহীন
১৮৯
মনের দোষে মন হলি সাধনহীন।
পূর্বস্বভাব যায় না মনের স্বভাব যে রইলো প্রবীণ॥
স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ মৈথুন পূর্বস্বভাব হয় উদ্দীপন।
নিজ ইন্দ্রিয়সুখ হয় নিরূপণ হলামরে স্বাধীন॥
প্রকৃতির ভাব পুরুষ লবে পূর্বস্বভাব ঘুচে যাবে।
গোপী ভাবাশ্রিত হবে সে ভাবকে ভাবলি ভিন॥
সাধনের মূল শুদ্ধভক্তি ভক্তিপাত্র হন প্রকৃতি ।
যাতে উদয় মধুররতি সে রতির হলি না অধীন॥
যে পদ্মে মধুর হয় নিরূপণ সে পদ্মের করলাম না যতন
দুদ্দু কয় সেই পদ্মের পীড়ন করলামরে হয়ে কঠিন॥


তথ্য