গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মনের মানুষ যথায় বিহারে
২৭২
মনের মানুষ যথায় বিহারে ।
আঁটবন্ধ করে দেখো নিগম দ্বারে ॥
সেই দরজার মহাজন তাঁরে আগে চিনোরে মন।
পরে প্রাপ্তি হবে সে ধন কই তোরে ॥
আগে তারে বাধ্য করো যোগ নীরে মানুষ ধরো ।
তবে ধন পেতে পারো সেই ঘরে ॥
সহজ নয় তারে ধরা জনমভরে দাও পাহারা ।
দুদ্দু কয় শুনেই সারা হই আমিরে ॥

তথ্য