২৭৩
মরো জিন্দেগির আগে ।
দেখে শমন যাক ঘুচে ॥
আয়ু থাকিতে মরা সাধক যে তার এমনই ধারা ।
প্রেমোল্লাসে মাতোয়ারা সে কি বিধির ভয় রাখে ॥
মরে যদি ভেসে ওঠে সে তো বেড়ায় ঘাটে ঘাটে ।
মরে ডোবে এ শ্রীপাটে বিধির অধিকার ত্যাগে ॥
হায়াতের আগে মরে বাঁচে সে মউতের পরে ।
করোরে মন এসব দিশেরে দুদ্দু ডেকে কয় ॥