গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মোর্শেদের খেদমতে রুজু যারা
২৭৮
মোর্শেদের খেদমতে রুজু যারা ।
জানতে পারে পুশিদাতে অধর ধরা ॥
মোর্শেদের যে রূপ হয় খোদারূপ সেই রূপে নির্ণয় ।
আকারে সাকারে রূপ রয় স্বরূপে রূপ নিহারা
আলী নবী হাসান হোসাইন ফাতেমা জনরা খাতুন
আল্লাহর কাছে এই পঞ্চতন নূর সেতারা ॥
লাল জরদ শিয়া সফেদ কয় চার রঙেতে রঙমহল তায়।
আয়নামহল কাজলফোটায় স্থির বিজরিপারা
কি বস্তু নূর কি বস্তু নীর কয় নূর নীরের পাত্র কি নির্ণয় ।
নূর নীরের সাধন কি রূপ হয় দুদ্দু কয় জানে তাঁরা ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৯৯।