গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মুসলমানে বাদশার জাতি করে বড়াই
১৫৩
মুসলমানে বাদশার জাতি করে বড়াই।
কোন কালে খেয়েছিল ঘৃত আজও গল্প করে তাই ॥
কার্য নাই কথা হয়েছে সার বেচা নেই শুধুই বুধবার ।
এমনি মতন কথার কারবার করে আজ সবাই ॥
জাতিবুদ্ধি হিংসা অভিমান এইদোষেতে বঙ্গের মুসলমান ।
মরেরে আজ হয়ে পেরেশান দেখিয়া কাদি গো ভাই ॥
দীনহীন দুদ্দুর দিন যায় মানুষচাঁদের চরণ আশায় ।
মানুষের কি ইহাই পরিচয় যা আদেশ দিলেন লালন শাঁই॥


তথ্য