গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: মূলাধারবাসিনী কে ঐ রমণী
২৭৭
মূলাধারবাসিনী কে ঐ রমণী ।
আপ্তভাবে গুপ্তলীলা করেন ধনী ॥
সর্পাকৃতি রক্তজবার ন্যায় মূলাধারে ঐ দেখা যায়।
যারে বশ করিতে যোগী সদাই হলেন ধ্যানী
অনন্ত আদির সে আদি বসত করেন এক ঠাঁই নিরবধি
ধারে ধরে সকল সিদ্ধি করেন ধ্যানীগুণী
রমণীর নিত্যলীলা যোগের ঘরে করেন খেলা ।
শাক্তমতে আছে খোলা দুদ্দু নেয় গুনি ॥



তথ্য