গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: না দেখে রূপ সেজদা করে অন্ধ তারে কয়
১৩৮
না দেখে রূপ সেজদা করে অন্ধ তারে কয় ।
রূপ দেখে সেজদা দিলে রাজি হন খোদায় ॥
গাওয়াহি কালামউল্লাহ দেয় মান কানা ফি হাজেহি আমায় ।
কানা বলে তারে গাল দেয় আয়াতে খোদায় ॥
সাক্ষাতে থাকিতে রতন অন্ধ কি তার পায় দরশন।
না দেখে সেজদা দেয় যেজন সেও তো তেমনই প্রায় |
রূপ দেখে বন্দেগি আদায় ফরমায়েছে আপে খোদায়।
অহুয়া মিন কুম কোরানে কয় নজির দেখা যায় ॥
মোর্শেদকে চিনিয়া যেজন করেছে সেই রূপ অন্বেষণ
দরবেশ লালন শাঁইয়ের বচন দুদ্দুর ভুল সদাই ॥


তথ্য