গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: নারীভজনের গোড়া তন্ত্রের নিরূপণ
৩১৯
নারীভজনের গোড়া তন্ত্রের নিরূপণ ।
যুবতী দর্শন মাঝে কালিকা দর্শনং ভবেৎ শিবের বচন ॥
দুষে সেই পরমশক্তি কোথা গিয়ে পাবে মুক্তি।
পলকে ঘটে সিদ্ধি সেধে যে চরণ ॥
মনগড়া আইন ঢুঁড়ে বনে বনে বেড়াও ঘুরে ।
হাতের কাছে মিলতে পারে পরমরতন ॥
জেনে শুনে ভজো নারী হয়ে যাবে নির্বিকারী।
দীন দুদ্দু কয় ফুকারি লালন শাঁইর বচন ॥

তথ্য