গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: নিরাকার চৈতন্যস্বরূপ শান্ত্রেতে কয়
১৩৯
নিরাকার চৈতন্যস্বরূপ শান্ত্রেতে কয়।
নিরাকার চেতনবস্তু কি তাঁর পরিচয় ॥
নিরাকার নীরেতে ভাসে তাই শুনি সাধুর ভাষে।
পরে কোন যোগে এসে নিরঞ্জন হয়।
আত্মবস্ত ঠিক না হলে নিরাকার কি আকারে মেলে ।
ভক্তের দ্বারে আকার ধরে মানুষ ব্যথা পায়
যথাতথা নয় আগমন সহজ বন্ততে মিলন।
তদ্রূপ নিরাকার নিরঞ্জন যৈছে মাখন দুগ্ধে রয় ॥
আত্মতত্ত্বে কামাল যাঁরা নিরঞ্জনকে ধরলো তাঁরা ।
দুদ্দু ভণে বিনয় করে পেঁড়োর কাজ পীড়েয় হয় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২১৮।