নিরাকারে সেই ভাসিয়াছে নীরে।২৫৫
ডিম্বরূপে আছে ব্যাপে সাধনদ্বারে ॥
ত্রিবেণীর ঘাট যাহার নাম যোগেতে তথায় বারাম।
ধারণে ত্রিতাপ তামাম পালায়রে দূরে ॥
ডিম্বরূপে ধাহার বিহার তারে ধরেই পেলি আকার ।
মানুষজন্ম হয় তোমার ভবের উপরে ॥
যে ভাসায় সেই ফুল ঘাটে মহিমা অপার বটে ।
দুদ্দু কয় তাঁর নিকটে খোদার খোদ ধরে ॥