গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: নীরঘাটার ভেদ কে জানায়
৩২০
নীরঘাটার ভেদ কে জানায়।
যাহাতে সব সিদ্ধি মুক্তি তৃপ্তি প্রাপ্তি হয় ॥
অকৈতব নীরঘাটার কথা যা শুনিলে জুড়ায় ব্যথা ।
ডালছাড়া সৃজন পাতা আছে যথায় ॥
নীরঘাটাতে আজব কারবার সৃষ্টি করে আছে কারিগর ।
অন্ত নাহি কেউ পেলো তাঁর আছে কোথায় ॥
নীরঘাটাকে যে জেনেছে নিরজ্জনকে সেই পেয়েছে।
দুদ্দু কয় ভক্তির কাছে আছেন সদাই ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২৬।