গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:নিরিখ বাধো দুটি নয়নে
১৮৫
নিরিখ বাঁধো দুটি নয়নে ।
দেখা হবেই হবে জীবনে ॥
মিথ্যা নয় সত্য বলি যে পথে আমরা চলি।
বৈরাগীপথ যারে বলি ত্যাজ্য করো জেনে ॥
অনুষ্ঠানে মালাজপা ছাড়োরে এসব ভাবা ।
গাঁজা খেয়ে হাজরা ক্ষ্যাপা কভু হয়ো না কোনোখানে ॥
হিন্দুদের ঠোকাঠুকি মুসলমানের যতো মেকী।
দুদ্দু কয় ছাড়ো দেখি সকলই জেনে শুনে ॥


তথ্য