নিঠুর কালার কথা বলো না আমায়।৬০
এমন পাষাণ আর কি আছে দুনিয়ায় ॥
অন্তরে লেগেছে অনল তাতে ঢেলো না কথার জল।
পিরিতের এহি কি ফল তাই বলেরে হায় ॥
যার কারণে কলঙ্কিনী হলো ব্রজে রাইকমলিনী।
সেই করবে এমন কি জানি হয়েরে নির্দয় ॥
কার দোষে এমন হলো এমন বিধি কে সৃজিল।
দুদ্দু বলে মনরে চলো লালন শাঁইর চরণ ছায়ায় ॥