গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:নবী চেনা যায় কামনা আগে মোর্শেদ ধর
২০
নবী চেনা যায় কামনা আগে মোর্শেদ ধরো ।
আউয়াল আখের জাহের বাতেন তবে সে ভেদ জানতে পারো ॥
আল্লাহর নূরে যে নবী হয় সারে জাহান তাঁর নূরে কয়।
হায়াতুল মুরসালিন নাম শাঁই জিন্দা চারযুগের উপর ॥
নবীঅঙ্গ অংশকলা রূপেতে তিনরূপ ধরে এক রূপেতে ।
অংশরূপ রয় সবঘটেতে বাতেনী নূর কয় যার॥
নবী কলারূপে মদিনাতে জাহের হলেন তরিক দিতে ।
জাহেরা আর পুশিদাতে সিনা সফিনা ভেদ তাঁহার ॥
নবী মোর্শেদভজন আইন দিয়ে খাকের দেহ খাকে থুয়ে।
নূরেতে জান যায় মিশিয়ে দুদ্দু কয় আকারে সাকার বিহার ॥


তথ্য