গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:নবীজী মুরিদ হন যথায়
২১
নবীজী মুরিদ হন যথায় ।
জাহেরায় নাইকো সেই ভেদ পুশিদায় ॥
নূরের ছাদনাতলে সিদরাতুল মোস্তাহা বলে ।
নূরের পেয়ালা নবীকে দিলেন খোদায় ॥
ফকিরী সুরতে নিজরূপ নবীকে দেখায় সে স্বরূপ ।
স্বরূপে রূপ রূপে স্বরূপ চক্ষুদানি হয় ॥
কালামে আহাদ যারে কয় সেই কালাম নবীকে পড়ায় ।
আহাদে আহমদ হয়ে সেই ভেদ জানায় ॥
কোন বস্ত কোন পেয়ালা হয় সেই উপাসনা জানায় খোদায় ।
দুচ্দু কয় নবী তায় সেধে তরিকদাতা হয় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১২১।