গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:নবীর আইনমাফিক তাফাক্কুর তরিক শরিয়ত আর মারফতে
২২
নবীর আইনমাফিক তাফাক্কুর তরিক শরিয়ত আর মারফতে
সালেকী মজ্জুবী হয় দুই রাহার ভেদ জাহেরা আর পুশিদাতে ॥
শরাতে পঞ্চবেনা হজ কলেমা রোজা নামাজ জাকাতেতে ।
বেহেম্ত তলবকারীরে আহাম্মক কয় নবীজীর হাদিসেতে ॥
মারেফতে কামেল যাঁরা দাখেল তাঁরা এরফানের ভেদ বেলায়েতে ।
ভালেবুল মাওলা যে হয় বরজোখ ধ্যায়ায় মজ্জুবীর তরিকতে ॥
সাদেকী আশেক যে হয় দেল হাজেরায় মিলে সে ভেদ পুশিদাতে ।
এশকবাজী কারখানা হয় দেওয়ানা মাশুকের গুণ মুখেতে ॥
লালন শাঁইজীর বেনা হয় দেওয়ানা দুদ্দু নারে সরাতে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১২১।