গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: নদের গোরা চৈতন্য যাঁরে কয়
৯৬
নদের গোরা চৈতন্য যাঁরে কয়।
শাক্ত ভারতীর কাছে শক্তিমন্ত্র পায় ॥
গিয়ে রামানন্দের কাছে বাউলধর্মের তত্ত্ব পুছে।
তবেই তো মানুষ ভজে পরমতত্ত্ব পায় ॥
বাউল এক চন্তীদাসে মানুষের কথা প্রকাশে ।
সেই তত্ব ভাই অবশেষে বৈষ্ণবেরা নেয় ॥
মর্কট বৈরাগী যারা এক অক্ষরও না পায় গো তারা ।
গীতা ভাগবত পড়া পণ্ডিত সদাই ॥
তিলকমালা কৌপিন আঁটার দল জানে না হে তারা এ সকল।
লালন শাঁই ফরমায় দুদ্দু প'লো গোত্রের খানায় ॥

তথ্য