গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: নদিয়াভাবের কথা শুধাই কারে
৮৬
নদিয়াভাবের কথা শুধাই কারে ।
যেভাবে বেহাল গোরা ভবের "পরে॥
লয়ে শাক্তমন্ত্র যিনি রামানন্দের কাছে তিনি ।
সহজ উপাসনায় অবতারখ্যাতি পায় শাঠির দ্বারে ॥
নবরসের মোহন গোরা হয়ে গেলো গৃহহারা ।
পেয়ে কি রতন রাধা রাধা বচন ভূমে লুটায়ে পড়ে ॥
জরামৃত বিসর্জন হয় সে কোন সাধন মেলে কোথায়।
লালন শাঁই দরবেশে জানায় দুদু তাই কয় ভেবে আখেরে ॥

তথ্য