গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: নূরে নীরে গুপ্ত বারী রাখিলান শাঁই ঘিরে
৭
নূরে নীরে গুপ্ত বারী রাখিলান শাঁই ঘিরে।
আদ্যনূরী অচিন মানুষ কয় যাঁরে॥
যখন শাঁই শূন্যাকারে ছিলেন একা একেশ্বরে ।
আপনার শক্তির জোরে নিজশক্তি প্রকাশ করে ॥
স্থিরবায়ু হেমন্ত যারে কয় যোগেশ্বরী সত্যমুনী সে হয়।
সৃষ্টিস্থিতিলয় তাঁহারই আশ্রয় সারাজাহান জন্মায় তাঁর উদরে॥
খোদ অঙ্গের আঙ্গিনী যিনি চম্পককলি সেহি ধনী।
আদ্যাশক্তি প্রেয়সিনী নবী জন্ম নিলেন তাঁর শরীরে॥
সিতারারূপে ছিলেন যখন ডিম্ববিম্বু না হয় তখন।
লালন শাঁই কয় নিগমবচন দুদ্দু সে ভেদ বুঝতে নারে॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১০৯।