গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ও ললিতে আজ আমাদের কি বলে রাই
৪৩
ও ললিতে আজ আমাদের কি বলে রাই।
শুনে লাজে মরে যাই ॥
তুই লো ধনী কুলের বঁধু কালো ছোঁড়ায় কি দেখালি মধু ।
কি দিয়ে ভুলালি ওরে বল না শুনি তাই॥
কুলবালা হয়ে রাধা গোপন পিরিত কেন সাধা।
এমন বেওকুফ গাধা কভু দেখি নাই ॥
যা বলেছ মোদের কাছে আর বলো না কারও কাছে।
কলঙ্ক রটিবে পাছে দুদ্দু ভাবে সদাই ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৪৫।