গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: ও নদিয়াবাসীরে আমার মা যেন কাঁদে
৮২
ও নদিয়াবাসীরে আমার মা যেন কাঁদে না দেখো তাই।
আমি বিনে আমার মায়ের এ জগতে কেহই নাই ॥
কতো কষ্টক্লেশ সয়ে রাখলে মাতা কোলে লয়ে ।
তাহারই প্রতিফল দিয়ে গেলাম ভাই ॥
জনম দুঃখিনী শচীরাণী হারে আমার মা জননী |
কতো দুঃখ পেলেন তিনি আমারে বাঁচায় ॥
নদেবাসী দেখো তোমরা পাগলিনী জননী সেরা ।
দুদ্দু বলে পাগল হলোরে নিমাই ॥

তথ্য