গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: অনাদির আদি যেজন হয়
৭৯
অনাদির আদি যেজন হয়।
জন্মমৃত্যুর নয় সে অধীন ভাবে জানা যায় ॥
রাম কৃষ্ণ হরি নারায়ণ রজঃবীর্ষে সবার সৃজন ।
স্বভাবমতো সবার স্মরণ শাস্ত্রে লেখা তায় ॥
তার উপরে আছে যেজন করে গোরা তাঁহার সাধন ।
তাইরে শটিকন্যার চরণ বুকে তুলে নেয় ॥
জড়ায়ে শটির গলা রসের কোটরা করে খেলা ।
আদ্যাদি রসের লীলা দীন দুদ্দু গায় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৭১।