গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: অতীতকালে যারা জাতিসৃষ্টি করেছে
১০৫
অতীতকালে যারা জাতিসৃষ্টি করেছে ॥
জানতো না তারা এ জগতে কোন দেশে কোন জাতি আছে ॥
ছিলো না এতো বুদ্ধিজ্ঞান পরস্পরে জানাজানির ছিলো না বিধান ।
একালে এ সকল প্রমাণ মানুষ জানতে পেরেছে
এক স্কুলে একজনা গুরু হিন্দু খিস্টান মুসলমানের পড়া হয় শুরু ।
এক গুরুতে ধর্মশিক্ষা কয়ভাবে বলে শেষে
জতিধর্মের পরমায়ু ভাই দেখছি কালে ফুরাবে সবাই ।
দুদ্দু ভেবে জানালো তাই মানুষের চরণের কাছে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২০১।