পাপ তো করেছি এবার।১৮৭
তাই বলে কি নাই দরদী পুণ্যের অধিকার ॥
পাপ তো মানুষেই করে মন ইন্দ্রিয়ের বিকারে।
ক্ষমা বলে কি কারে দাও না গো নিস্তার ॥
ভুলক্রুটি এই মানুষের এ জগতে আছে জাহের ।
আবার তাও মানুষে মেহের করে বারবার ॥
দয়াল লালন শাঁই আজ আমারে নিজগুণে ক্ষমা করে।
রাখো গো চরণদ্বারে দুদ্দুর মিনতি আবার ॥