গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:পার করো পার করো বলে ডাকে গো
২৫৯
পার করো পার করো বলে ডাকে গো তোমার ছেলে ।
সৃষ্টি করে পরমপিতা পালন করে কেন ত্যাজিলে
আনিয়া এই ভবের মাঝে আমারে গো কিবা দোষে ।
ফেলাইলে অবশেষে একবার নাহি চাহিলে ॥
কি অপরাধে আনিলে হেথায় চাহিলে না একবার আমায় ।
মরি যে ত্রিতাপজ্বালায় আমি একই কালে
কে আছে বান্ধব এমন কে করে গো বিপদ বারণ ।
কেন ভুমি হলে এমন আমার বেলায় দুদ্দু বলে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৯০।