গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: পাত্রগুণে রস উপজয়
২৫৭
পাত্রগুণে রস উপজয়।
পাত্রের প্রকারভেদে স্বকীয়া পরকীয়া হয় ॥
হলে নারী ব্যভিচারী বস্তু তবু নির্বিকারী।
বস্তুর দোষ নয় তাহারি এমতো পাত্রের দোষ হয়
স্বভাব আর ভাবপ্রকৃতি সাধনের দায় করে স্থিতি ।
ভাবপ্রকৃতির রীতি মহাপ্রভু সেধে লয় |
বিষ্ণুপ্রিয়া শাঠির দেহে একই বস্ত আছে দোহে।
দুদ্দু কয় আমি মোহে পড়ে আছি ঘোর ঘোলায় ॥

তথ্য