গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:পাত্রযোগ্য হলে হবে পরকীয়া রস
১৮৬
পাত্রযোগ্য হলে হবে পরকীয়া রস আস্বাদন।
আত্মা ধীরশান্তরতি হলে অনিত্য হবে সাধন ॥
কুলবতী সতী যুবতী রসবতী সুশীলা সুমতী।
ষড়লক্ষণ ভাবের গতি নায়িকা যেজন ॥
তাহার মাঝারে নায়ক ডুবে যাবে ।
ভবসিন্ধু হয়ে যাবে পার আছে পাত্র নিরূপণ ॥
সতীর বারি ক্ষীরোদময় স্বয়ম্ভু বারুণীর যোগ হয়।
রিপু্ন্দ্রিয় পরাভব তায় জ্বরামৃত কারণ ॥
সতীত মাহাত্য শুনি রজকিনী রামী ধনী।
মরণ বাঁচায়ে তিনি চন্ডীদাসেরে দেন জীবন ॥
যে বারি করিয়া সাধন হইলেন ছয় মহাজন।
পঞ্চরসিক তায় উদ্দীপন যে বারির করণ ॥
মেঘের বরণ বারির গঠন সামর্থ্যরতি নিরূপণ ।
শ্যামাঙ্গ হয় গৌরবরণ যে বারি করে সাধন
পূর্বের সুকৃতিফলে সহচরী সঙ মেলে।
পরকীয়া সাধনবলে যায় নিত্যভুবন ।
ব্যভিচারী সঙ্গধরা পিতৃধনে হয়ে হারা ।
দুদ্দু তো মণিহারা ফণীপারা ভুলে লালন শাঁইর অভয়চরণ ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ২৪৮।