গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: পরকীয়া স্বকীয়া দুই শাস্ত্রে লেখা যায়
৩২১
পরকীয়া স্বকীয়া দুই শাস্ত্রে লেখা যায়।
কোন গুণের তারতম্য হলে কি রস কোথায় উপজয় ॥
একই দেহে রক্তমাংস সৃজন একই বস্ত্র উভয়ের ধারণ ।
একভাবে উভয় নিরূপণ তবে স্বকীয়ার কি দোষ হয় ॥
পরকীয়ায় অধিক উল্লাস কোন রসের হলে প্রকাশ ।
যার অঙ্গে রসিক নির্ধাস পরকীয়ার গুণ গায় ॥
কি বস্তু কি কারণভেদে স্বকিয়া পরকীয়া চাঁদে
দুদ্দু কয় তোমার ফাঁদে মানুষচাঁদ উদয় হয় ॥

তথ্য