২৫৬ পথ চলতে স্মরণ করো মন। এরও পূর্বে এ পথ দিয়ে গেছে বহুজন ॥ গেছে যে ফেরেনি তারা যা নিয়ে গেছে পশরা । তাহারই গল্পনারা শুনি সর্বক্ষণ ॥ যতোটুকু পারি গো হেথায় করি মনুষ্যের করণ ॥ সরাতে পথেরই কাঁটা হয়ে যেন থাকি ঝাঁটা। দুদ্দু কয় এই কামনা আমার যে এখন ॥
২৫৬