গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: পয়গম পেয়ে পয়গম্বর নাজেল হলেন নবীর পরওয়ানায়
২৩
পয়গম পেয়ে পয়গম্বর নাজেল হলেন নবীর পরওয়ানায়।
লিখিত পঠিত নাই তাহাতে জিবরিল মুখেতে কয় ॥
মুখে ফরমান করেন শাঁই জিবরিল শুনে পৌঁছান তাই।
নবী বিনে কেউ জানে নাই গোপনে জিবরাইল শোনায় ॥
জাহেরা পুশিদা বেনা দুই হাকিকত তাতে জানা ।
বিনা হরফের পরওয়ানা নবীর উপর নাজেল হয় ॥
ছয় হাজার ছয়শো ছেষট্টি জিবরিল পৌঁছালো চিঠি।
পরওয়ানা হইল খাঁটি নবী তরজমা করে তাই ॥
মোর্শেদকে চিনে যেজন নিশ্চয় খোদে আল্লাহ নবীকে পায়।
দুদ্দু কয় সে ভেদ পুশিদায় নবী রাখলেন বান্দার সিনায় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১২২।