গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: প্রেম ইশকুলে পড়লে পরে
৩২৩
প্রেম ইশকুলে পড়লে পরে।
শুদ্ধপ্রেমসাধন সে জানতে পারে ॥
পঞ্চবিধ মুক্তি কারে কয় অষ্টপ্রকার সিদ্ধি কারে কয়।
হেতুসাধ্য কারে বলা যায় বিচক্ষণ হয় শিক্ষার ছারে ॥
অহৈতুকী ভক্তি কিসে হয় নিহেতুসাধন কারে বলা যায় ।
অকৈতব প্রেম কৈতব সে নয় বসতি হয় নিত্যপুরে॥
কামের শূঙ্গার কাহারে কয় ভাবের শৃঙ্গার কিরূপে হয় ।
প্রেমশূঙ্গার কারে বলা যায় উপাসনায় জানতে পারে ॥
শুদ্ধপ্রেম করিতে সাধন হইলে রসিক নিরূপণ ।
লালন শাঁই দরবেশের বচন দুদ্দু সে ভেদ জানতে নারে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২৮।