গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: প্রেমের উৎপত্তি শুদ্ধভক্তিতে
৩২২
প্রেমের উৎপত্তি শুদ্ধভক্তিতে ।
শুদ্ধভক্তি যাহারে কয় সেই উপাসনা হয় জানিতে ॥
মহাভাবের সঙ্গিনীগণ ভক্তিপাত্রে হয় নিরূপণ ।
শুদ্ধপ্রেমের মহাজন স্বরূপশক্তি হয় সর্বঘটেতে ॥
ভক্তিপ্রেম রসের নির্ণয় কমলিনী হইতে হয়।
বৃন্দাবনে তিনপদ্ম কয় তিনগুণ তিনপদ্মেতে॥
যে পদ্মে হয় স্তবপূজন সে পদ্মের হলো না যতন।
দুদ্দু কয় সেই পদ্মপীড়ন বৈষ্ণবাপরাধ মুনি মাথাতে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩২৭।