গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: প্রকৃতির গুণের সীমা নাই।
২৬১
প্রকৃতির গুণের সীমা নাই।
যারে ধরে মানবজনম পাই ॥
একটি প্রদীপ হতে লক্ষ প্রদীপ প্রাণ পায় তাতে ।
তেমনই প্রকৃতির ওতে সৃজন সর্বদাই ॥
প্রকৃতি আদির কর্তা সৃষ্টির আদিসতা।
প্রকৃতিতেই জন্মে পিতা পরমপুরুষ শাঁই ॥
লালন শাঁই দরবেশ যিনি বলেছেন এসব তিনি
দুদ্দু বলে সত্য মানি আমি যে তাই ॥


তথ্য