৬৮
রাই বিনে আর কার ছায়ায় দাঁড়াবো।
এমন আর নাই দরদী এখন কোথা পাবো ॥
দিয়ে তার দেহমন আমার বাঁচালো জীবন ।
ত্রিকুলে এমন রতন আর কি গো দেখিব ॥
ঘরের বন্ধু রাই আছে তারা চতুর্বর্ষ বাঁচে।
তুচ্ছ এসব তার কাছে কোথায় তা বলিব ॥
ব্রব্জের প্রতি ধূলিকণা সবার কাছে আমি দেনা ।
দুদ্দু বলে দেনাপাওনা কবে সেধে নেবে॥