গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:রসুলের দ্বীন জানাও আজ কাঙ্গালেরে
৩৪
রসুলের দ্বীন জানাও আজ কাঙ্গালেরে।
আমি তো দুঃখ তাপ সহি নির্বিকার স্থিত রহি
সেই খাতায় করলে সহি উম্মতের তরে ॥
পাথর বাধিয়া বুকে কাল কাটালে উম্মতের সুখে।
এ তুলনা ভবলোকে আর নাহিরে ॥
হীন অধম আরব জাতিরে আনিলে দ্বীনের পরে ।
দুদ্দু বলে বিনয় করে এ সংসারে ॥


তথ্য