গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সাবধানে খেলো গো ভাই সাপখেলা
২৯৬
সাবধানে খেলো গো ভাই সাপখেলা ।
চৈতন্যগুণিন ধরে শিখে নিও এইবেলা ॥
কালোনাগ কালকেউটে ধরে যে সাপুড়ে খেলতে পারে ।
রসিকগুণিন বলি তারে সেই তো ধন্বন্তরীর ভেলা ॥
ভরা সাপ ভাদর মাসে বেহুলার ঘাটে ভাসে ।
সেই সাপ খেলতে এসে বুকে নিলো সাপের জ্বালা ॥
চৈতন্যগুণিন যার ঘরে ভরা সাপ সেই ধরতে পারে
দুদ্দু কয় তার চরণ ধরে এবার সামলাও ঠ্যালা ॥



তথ্য