গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সাধকের স্থান নবদ্বীপে হয়
২৯৩
সাধকের স্থান নবদ্বীপে হয়।
যুগমধ্যে যোগ সেই মহাযোগ দিব্যযোগ তারে কয় ॥
নবন্বীপে জোয়ার এসে ত্রিধারায় তিন মানুষ মেশে ।
সেই মানুষকে পাবার আশে গৌর প্রকৃতিভাব লয় ॥
নবদ্ধীপে সাধক বিচক্ষণ হেতুশূন্য মানুষের করণ ।
টলাটল ছাড়িয়ে সাধন অধরে অধর মিশায় ॥
নায়ক নায়িকা দুজন কর্মজ্ঞানেন্দিয় মন্থন।
একযোগে উভয় সাধন নীরে ক্ষীরে সেধে নেয় ॥
যে সাধনে নিত্যধাম পায় সই পড়ে সে শ্রীরূপের খাতায়
লালন শাঁই কয় সাধন এই হয় দুদ্দু না জেনে গোল বাধায় ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০৭।