গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সাধন করোরে মন
২৯৪
সাধন করোরে মন।
ধরে মেয়ের চরণ ॥
যাঁরে ধরে ভবে এলি তাঁরে আজ কোথায় হারালি।
ফিরিবি অলিগলি ভুলিয়া এখন ॥
পিতা শুধু বীর্যদাতা পালনধারণকর্ত্রী মাতা ।
সে বিনে মিছে কথা ভজনসাধন॥
আগে মেয়ে রাজি হবে তবে ভজনের রাহা পাবে।
কেশ ধরে পারে নেবে দুদ্দুর বচন ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০৭।