গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সাধন সমর করো দিন থাকিতে
২৯৬
সাধন সমর করো দিন থাকিতে ।
জরাজীর্ণ অনল ক্ষ্যাপা এই দেহেতে ॥
যদি বাচিবার ইচ্ছা হয় তার ইচ্ছা রসায়ন খায়।
যাহাতে জরামৃত্যু যায় শ্রীরূপের কৃপাতে ॥
জানো শ্রীরূপ সাধনবাণী নহে আনুমানিক কাহিনি।
তাহাতে সিদ্ধ হলে জানি সিদ্ধ বলে এই জগতে ॥
অমৃত বিষে উপজয় বিষামৃত একযোগে মিলয়
জানিয়া যে জন খায় দুদ্দু বলে কর্মী জগতে ॥

তথ্য