গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সাক্ষাৎ ভগবতী যাঁরে বলে
২৯২
সাক্ষাৎ ভগবতী যাঁরে বলে ॥
কেউ তো তাঁর শ্রীচরণ না চিনিলে ॥
আদ্যগুরু আদ্যমাতা সে এপারেতে আনিয়াছে ষে।
না চিনে তাঁহারে মিছে ভবের হাটে গোল বাঁধালে ॥
পীরের পীর তস্য পীর সে হয় যাঁরে ধরে জগত সৃষ্টি পায়।
জানো না মন সৃষ্টির কারবার কিসে কি যে হয়ে যায় এবার ।
অধীন দুদ্দুর শুধুই কথাসার লালন শাঁই বলে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০৬।