গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সামান্যে কি করতে পারে মূলরসের
২৯৭
সামান্যে কি করতে পারে মূলরসের অন্বেষণ ।
হীরা মুক্তা মাণিক্য যাতে নানা শস্য হয় উপার্জন ॥
রস ও রসিক দুইপাত্র লেখা যায় কোন পাত্রে কোন রস উপজয়।
কোন রসের বশে কে রয় কোন রসে হয় উভয়ে সৃজন ॥
শারদনীরে পদ্ম ভাসে শম্তুরস তাতে প্রকাশে ।
ভূঙ্গরতি হয় যে রসে সেই রসে বশ রাধিকারমণ ॥
জরদে নীলপদ্ম স্থিতি মধুররস তাতে উৎপত্তি ।
জন্মায় তাতে মধুরতি কৃষ্ণাকৃষ্ণ যে রসের কারণ ॥
সামঞ্জস্যা ও সাধারণী কোন রসে দুই রতি মানি ।
লালন শাহ কয় রসিক ধনী দুদ্দু সেই রসরতিতে না হয় মগন ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০৯।