গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সে বুঝি আর এলো নারে
৩০০
সে বুঝি আর এলো নারে ।
আমি কেমন করে রইবো ঘরে ॥
কেমনে কাটাবো রাতি শিয়রে জ্বালিয়া বাতি ।
মনেতে বিরহ অতি মরি গো ঝুরে ॥
এমনি করিয়া আর কতো আর করিব ঘর।
আমারে করিয়া পর নিলো কারে ॥
এতো কি পিরিতি সখি অন্ধ হলো দুটি আখি।
কার কাছে মন্ত্র শিখি দুদ্দু ফুকারে
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩১০।