গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম:সে দেশেতে সহজ পথে যাও
২৯৮
সে দেশেতে সহজ পথে যাও।
আছে পাতালে পথের দাঁড়া তার সন্ধান যদি পাও ॥
শ্রীরূপ চরণ করো ঠিকানা সকল ভেদ যাবে জানা ।
কারণবস্ত অনন্ত বাসনা পূর্ণ করিয়া গো নাও ॥
আশার সিন্ধুনীরে ডুবে হও সফল পাও জনম ফিরে ।
আপনি মরে তবে নিজেকে বাঁচাও ॥
লালন শাঁই দরবেশের চরন দুদ্দু বলে তাঁআর করণ।
জন্মালয়ে হলে মরণ সেই জানিবে তাও ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ৩০৯।