গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সে জানায় যারে সেই জানতে পারে
২০২
সে জানায় যারে সেই জানতে পারে।
অনন্ত রূপ কে বুঝে তাই এ সংসারে
সবাই ভাবে শূন্য 'পরে আজগুবীরূপ আকার ধরে।
আরশে বসে বিরাজ করে নিরঞ্জনরে ॥
নেয় না বাড়ির খোঁজ কেহ আদ্যমীনের আধার দেহ।
এক দেহে অনন্ত দেহ পয়দা হলোরে
ঘরেতে রতন বোঝাই কেহ আদ্যমীনের আধার দেহ।
এক দেহে অনন্ত দেহ পয়দা হলোরে
ঘরেতে রতন বোঝাই কেহ খুঁজলো নারে ভাই ।
দুদ্দু বলিছে সদাই লালন শাঁই যা করে॥

তথ্য