গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সে প্রেম উৎপত্তি হয় শুদ্ধভক্তিতে
২৯৯
সে প্রেম উৎপত্তি হয় শুদ্ধভক্তিতে ।
শুদ্ধভক্তি কাহারে কয় উপাসনায় পারো জানিতে ॥
মহাভাবের ভাবিনীগণ ভক্তিপাত্র হয় নিরূপণ ।
শুদ্ধপ্রেমের মহাজন স্বরূপশক্তি রয় সর্বঘটেতে ॥
শুদ্ধভক্তি প্রেমরসের নির্ণয় কমলিনী হইতে হয়।
বৃন্দাবনে তিনপদ্ম কয় তিনগুণ বন্ত ব্রিবেণীতে ॥
যে পদ্মের স্তব আর পূজন সে পদের হলো না যতন।
দুদ্দু করে সেই পদ্মগীড়ন বৈষ্রবাপরাধ হাতে মাথাতে ॥

তথ্য