গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সে তো সামান্য কথা নয়
৭৪
সে তো সামান্য কথা নয়।
নারীর চরণ শ্যাম নিলেন মাথায় ॥
ত্রিজগত যাঁহারে ভাবে সে আজ ভাবে কাহার ভাবে ।
কে তাঁহার তুলনা দিবে যাতে রাজি হয় ॥
নিয়ে রাধার শ্রীচরণ শ্বাস বুকে করে ধারণ ।
এ কথা বলা যে বারণ যথাতথায় ।
কি বস্তু আছে তাঁর ঠাঁই তারই তরে দেয় গো দোহাই।
দুদ্দু বলে দরবেশ লালন শাঁই জানায় আমায় ॥

তথ্য