গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সেবার সন্ধি গোপী জানে
৭৭
সেবার সন্ধি গোপী জানে ।
কৃষ্ণসুখে সুখী তারা ধর্মাধর্ম নাহি মানে ॥
চৌষট্টি সেবা নিরূপণ কোন সময় কোন সখিগণ |
জানতে পারলে সেই মরম সেবা নিত্য নিত্য স্থানে ॥
দণ্ডে দণ্ডে দিলে সেবা সাধুশাস্ত্রে প্রমাণ আভা
ষাটদন্ডে হয় রাত্রিদিবা জানে কই চৌষট্টি মনে॥
গোপীভাবের ভাবামৃত লালন শাঁই বলে সত্য সত্য ।
দুদ্দুর কলুষময় চিত্ত সেবাহীন কৈতবগুণে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৬১।