গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সেই জানে গো এই ভুবনে যাহার সব পুড়েছে
৭৫
সেই জানে গো এই ভুবনে যাহার সব পুড়েছে।
আমার মতো অভাগিনী না জানি আর কয়জন আছে ॥
ঘরেতে রাখিয়া পতি শ্যামের তরে হই অসতী।
এই কিরে সই সেই পিরিতি এতে কি জগত মজেছে ॥
এত জ্বালায় জলি সদাই আরও কতো আছে গো হায়।
দিনমণি ফুরায়ে যায় জনম গো ভাইরে মিছে ॥
কেন নারী হলাম ভবে এত দুঃখ নারীর ভাগে ।
দুদ্দু বলে পুরুষ তবে কার কাছে দাঁড়ায় গো যেচে ॥
তথ্য
- দুদ্দু শাহের ভাবসঙ্গীত। ১। আবদেল মাননান সম্পাদিত। লালন
সংঘ। ফাল্গুন ১৪২২। পৃষ্ঠা: ১৬০।