গীতিকার: দুদ্দুশাহ
শিরোনাম: সেই নূর খোদার অঙ্গে রয়
১০
সেই নূর খোদার অঙ্গে রয়।
নীরবিন্দু ক্ষীর মৈথুন করে গড়িলেন সেই কাঙ্গুরায়॥
সত্তর হাজার বর্ষ পরে আত্মগুণে পরওয়ারে ।
ঐ ডালের পরে ময়ূররুপে নবীজী বসে রয়॥
সামনে এক আরশি এলো আপনার রূপ আপনি হেরিলে।
পরওয়ারের পরমকলে অনন্তরূপ সৃষ্টি হয়॥
আবহায়াতে খাক হলো তাই এক নূর জন্মেছিলো।
সেই নূরেতে আদম হলো হাওয়ার জন্ম হাওয়ায় ॥
জাহেরেতে নবী যেমন সেই নূর সৃষ্টি তাহার কারণ ।
লালন শীই কয় দুদ্দুরে মন ডুবে সে ভেদ জানতে হয় ॥

তথ্য